WB Election 2021: ইভিএম নিয়ে ফেরার পথে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বিজেপির পোলিং এজেন্ট! তৃণমূলের অভিযোগ ঘিরে উত্তেজনা
জলপাইগুড়িতে ভোট-পরবর্তী অশান্তি। ইভিএম নিয়ে ফেরার পথে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপির পোলিং এজেন্টদের একই গাড়িতে দেখা যায় বলে দাবি তৃণমূলের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের দাবি, রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের বুথ থেকে রাত সাড়ে ১০টা নাগাদ ইভিএম নিয়ে ফিরছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, গাড়িতে বাহিনীর সঙ্গে একই গাড়িতে ওঠেন বিজেপির পোলিং এজেন্টদের। তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যান জলপাইগুড়ির পুলিশ সুপার ও ডিএসপি সদর। সেইসময় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। প্রতিক্রিয়া মেলেনি পুলিশ-প্রশাসনেরও।
বিধাননগর বিধানসভায় ভোট-পরবর্তী হিংসা। সল্টলেকের দত্তাবাদে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হওয়ায় তৃণমূল কর্মীদের বাড়ি-দোকানে চলে ভাঙচুর। এক্ষেত্রেও অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল ভোট মিটতেই এই ঘটনা ঘটে। বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তর প্রাণনাশের চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ। আজ সকালে বিদায়ী তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে যাওয়ায় নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতার মদতে তাদের সমর্থকদের মারধর করা হয়।
প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী। যদিও সমস্যার জন্য বিজেপি ও সিপিএমকেই দায়ী করেছেন তিনি।
সরকারি জায়গায় পতাকা, ব্যানার, ফেস্টুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে হাবড়ায় বিডিও অফিসের সামনে ধর্নায় বসলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।
6