West Bengal Weather: মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত ৮টা ২৫ নাগাদ পার্থর বাড়িতে পৌঁছন শোভন-বৈশাখী। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে পার্থর বাড়িতে থাকেন তাঁরা। রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যু হয়েছে। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা শিল্পমন্ত্রীর বাড়ি গিয়েছিলেন।
নিউটাউনকণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মাত্র ১৫ মিনিটেই শেষ হয়েছিল নিউটাউনে এসটিএফের অপারেশন। গত সপ্তাহে বুধবার দুপুর ৩.৩৩-এ গ্যাংস্টারদের ফ্ল্যাটে ঢোকে এসটিএফ। দুপুর ৩.৪৩-এ শুরু হয়েছিল অপারেশন। দুপুর ৩.৪৮-এ সরানো হয় আহত অফিসারকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এসটিএফ অপারেশনের সিসিটিভি ফুটেজ।
কলকাতা মেডিক্যালে ইঞ্জেকশন উধাওকাণ্ডে অভিযুক্ত চিকিৎসকের পর এবার বদলি অভিযুক্ত সিস্টার ইন চার্জ। কোচবিহারের মাথাভাঙায় বদলি গ্রিন বিল্ডিংয়ের সিস্টার ইন চার্জ। আগেই বদলি হয়েছিল অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে। শীতলকুচির একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয় দেবাংশী সাহাকে।
কেন্দ্রের জিএসটি সংক্রান্ত বৈঠকে রাজ্যের কথাই শোনা হয়নি। অমিত মিত্রের মাইক বন্ধ করে দেওয়া হয়, বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে অমিত মিত্র বলেন, ‘দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি আমাকে ডেকে পাঠিয়েছিলেন বৈঠকের জন্য। দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন হয়েছে। দেশে স্বৈরতন্ত্র গঠিত হয়েছে। এই পরিবর্তনের কারণেই দেশের জিএসটি কাউন্সিলে এতো সমস্যা তৈরি হচ্ছে।’
আগামিকাল দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারি বৃষ্টি হবে দুই দিনাজপুর, মালদা, দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে, জানিয়েছে আবহাওয়া দফতর।
আশঙ্কাই সত্যি হল। বর্ষার শুরুতেই অজয়ের জলের তোড়ে ভেঙে গেল পশ্চিম বর্ধমান ও বীরভূমের সংযোগকারী অস্থায়ী রাস্তা। চূড়ান্ত সমস্যায় কাঁকসা ও ইলামবাজার ব্লকের কয়েকহাজার বাসিন্দা। শনিবার রাত থেকেই অজয়ের জল বাড়তে শুরু করে। কাঁকসার শিবপুরের কাছে ভেঙে যায় দুই জেলার সংযোগকারী অস্থায়ী রাস্তার একাংশ। ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রবিবার রাতে রাস্তার বাকি অংশ জলের তোড়ে ভেঙে যায়। যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আপাতত যাতায়াতে ভরসা নৌকা। গতকালই স্থায়ী সেতু তৈরিতে প্রশাসনিক ঢিলেমির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রশাসনের তরফে একবছরের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
কলকাতার মেট্রো প্রকল্পের অবস্থা নিয়ে বৈঠক করল রেল-রাজ্য। বৈঠকে ছিলেন মেট্রো, আরভিএনএল, কেএমআরসিএলের প্রতিনিধিরা। বৈঠকে ছিলেন ছিলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ছিলেন কলকাতার সিপি, পরিবহন সচিব, অন্যান্য আধিকারিকরা। প্রকল্পের কাজে সহায়তা করবে রাজ্য। দ্রুত কাজ শেষ করার জন্য নির্মাণকারী সংস্থাকে জানাল রাজ্য।