আজ বাংলায়: দমদমে তৃণমূল কাউন্সিলরের হাতে ‘আক্রান্ত’ দলেরই মহিলা কাউন্সিলর | Bangla News
গেট খুলে হিন্দু হস্টেল (Hindu Hostel) ‘দখল’ করল ছাত্রছাত্রীরা। গেট খুলে হস্টেলে ‘দখল’ নিল প্রেসিডেন্সির (Presidency University) পড়ুয়ারা। ক্লাস শুরু হলেও, কেন হস্টেল বন্ধ? প্রশ্ন পড়ুয়াদের। বিশ্বভারতীর ধাঁচে ১ মাস ধরে প্রেসিডেন্সিতে আন্দোলন। এব্যাপারে এখনও প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের।
এদিকে, দমদমে (Dumdum) তৃণমূল কাউন্সিলরের হাতেই ‘আক্রান্ত’ দলের মহিলা কাউন্সিলর। দলীয় কাউন্সিলরের হাতেই ‘আক্রান্ত’ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহা। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সুকান্ত সেনশর্মার বিরুদ্ধে মারধরের অভিযোগ। অনুগামীদের নিয়ে হামলার অভিযোগ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। হামলার অভিযোগ অস্বীকার সুকান্ত সেনশর্মার।
অন্যদিকে, হোলির (Holi) জন্য রাজ্যে ২দিন রাত্রিকালীন কড়াকড়ি শিথিল। ১৭ মার্চ ও ১৮ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়াকড়িতে ছাড়।