Ananda Live : '২৪-রণকৌশল কী হবে ? পাটনায় মেগা-বৈঠকে বিরোধীরা !
মোদি সরকারের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে, আজ পাটনায় মেগা-বৈঠকে বসছে বিজেপি-বিরোধী দলগুলি। দীর্ঘদিন পর মুখোমুখি হবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, রাহুল গাঁধী। বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের ডাকে বৈঠকে বসছে ২১টি বিরোধী দল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ছাড়াও উপস্থিত থাকবেন রাহুল। গাঁধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপস্থিত থাকার কথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। থাকবেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন, পিডিপি-র প্রধান মেহবুবা মুফতিরা। ইতিমধ্য়েই পাটনায় এসে পৌঁছেছেন ওমর আবদুল্লা।
পাটনা পৌঁছলেন রাহুল গাঁধী, মল্লিকার্জুন খাড়গে। পৌঁছলেন অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরিরা






























