আনন্দ সকাল (৩): লোকাল ট্রেন চালানোর দাবিতে সরব বিজেপি, রাতের কলকাতায় গাড়ি দুর্ঘটনা, সঙ্গে অন্য খবর
মাস্ক না পরে ট্রেনে উঠলে বা স্টেশনে গেলে, কামরায় থুতু ফেললে জরিমানা হতে পারে। এমনকী হতে পারে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডও। নির্দেশিকা জারি আরপিএফের। করোনা নিয়ে এই সতর্কতামূলক পদক্ষেপের মধ্যেই কলকাতায় শেষ মেট্রো ছাড়ার সময়সীমা বেড়ে হল রাত ৯টা। অন্যদিকে লোকাল ট্রেন দ্রুত চালুর অনুমতির দাবিতে সরব বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবে সরকার, পাল্টা বক্তব্য তৃণমূল নেতা তথা সমবায়মন্ত্রীর। রেল সূত্রে খবর, লোকাল ট্রেন চালু করার বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছেন পূর্ব রেলের এজিএম। পাশাপাশি গতকাল পুজো সংক্রান্ত বেশ কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শুধু ১০ বছরের পুরনো পুজো নয়, আর্থিক অনটনে থাকা কিছু নতুন পুজো কমিটিকেও অনুদান দেবে রাজ্য সরকার। অন্যদিকে, গতরাতে ইএম বাইপাসের কালিকাপুরের কাছে দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক।