এক্সপ্লোর
Advertisement
Ananda Sakal I: BJP র বন্ধ-এ অশান্ত তুফানগঞ্জ, মিছিল-পাল্টা মিছিলে উত্তেজনা, বন্ধ দোকানপাট
BJP Calls For 12-hour Bandh In Tufanganj Over Killing Of Party Worker, Alleges TMC's Role: দলের নেতাকে পিটিয়ে খুনের অভিযোগে আজ সকাল থেকে ১২ ঘণ্টা কোচবিহারের তুফানগঞ্জ মহকুমায় বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিজেপি কর্মীদের পিকেটিং। ধলপল-এ টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধও করা হয়। মারুগঞ্জ এবং চিলাখানায় তৃণমূরল ও বিজেপির মিছিল মুখোমুখি চলে এলে উত্তেজনা দেখা দেয়। বনধ মোকাবিলায় বিভিন্ন এলাকায় মোতায়েন পুলিশ বাহিনীও। দোকানপাট বন্ধ থাকলেও ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক। অন্য সব রাস্তায় সরকারি বাস চলছে। গতকাল ২টি ক্লাবের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হন শিকারপুর এলাকার বিজেপি নেতা কালাচাঁদ কর্মকার। অভিযোগ, তাকে মারধর করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে ওই বিজেপি নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, দুটি পাড়ার বিবাদে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। একই দাবি করেছে পুলিশও। সঙ্গে আরও খবর।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement