Ananda Sakal II: 'বাড়িতেও যথেষ্ট সতর্কতার মধ্যে থাকতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে', হাসপাতাল থেকে ছাড়ার আগে জানালেন চিকিৎসকরা
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) সমর্থনে একাধিক ব্যানার, ফ্লেক্স চোখে পড়ছে কোচবিহারে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা রয়েছে কোচবিহারে। তার আগে আজ শুভেন্দু অধিকারীর সমর্থনে এই পোস্টার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজকে দুপুরেই মুখ্যমন্ত্রী কোচবিহারে যাবেন, রয়েছে সরকারি অনুষ্ঠান। কোচবিহার সাগরদিঘি এলাকায় পড়েছে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। পোস্টার পড়েছে তৃণমূল কার্যালয়ের সামনেও। মুখ্যমন্ত্রীর কর্মিসভার ফ্লেক্সের পাশেই লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। অন্যদিকে আজ বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা জানিয়েছেন, এখন অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছুটি দেওয়ার আগে তাঁর কিছু প্রয়োজনীয় পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে হাসপাতালের তরফে। তবে বাড়ি ফিরলেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই থাকতে হবে বর্ষীয়ান এই বাম নেতাকে। আজ তাঁর রাইলস টিউব খুলে ফেলা হবে। যে অ্যাম্বুল্যান্স করে নিয়ে যাওয়া হবে সেখানে থাকবেন চিকিৎসকরাও। তবে বাড়িতেও বাইপ্যাপ সাপোর্টেই থাকতে হবে তাঁকে।