Ananda Sakal : রামনবমী উপলক্ষ্যে সেজেছে হাওড়া। কাজিপাড়া থেকে শুরু অঞ্জনিপুত্র সেনার মেগা র্যালি
Ananda Sakal : রামনবমী উপলক্ষে সকাল থেকেই হাওড়ায় সাজো সাজো । কাজিপাড়া থেকে সকালে বেরোবে অঞ্জনিপুত্র সেনার মেগা র্যালি।
সকাল সাড়ে ৮টা নাগাদ র্যালি শুরু হবে। র্যালিতে থাকতে পারেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড, শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দান। নিরাপত্তার খাতিরে গোটা এলাকা পুলিশে ছয়লাপ
আজ রামনবমী। তার আগে কলকাতায় নিরাপত্তা খতিয়ে দেখে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার। ড্রোন, সিসিটিভিতে নজরদারির পাশাপাশি রাস্তায় নেমে নিরাপত্তা সামলাবেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ৫ জন যুগ্ম কমিশনার। থাকছে Heavy Radio Flying Squad। আইন না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মনোজ ভার্মা।
রামনবমীর মিছিল, শোভাযাত্রায় এবার থাকছে সুরক্ষা বাহিনী। তৈরি বজরঙ্গ দলের সদস্য়রা, জানাল, বিশ্ব হিন্দু পরিষদ। কোনও জায়গায় অশান্তি হলে, তা আটকানোর জন্য় তৈরি থাকবে এই দল। কমপক্ষে ৫০ জনের বাহিনী থাকবে প্রত্যেক মিছিলে... এদিকে, হিন্দুত্ববাদী সংগঠনের এই প্রস্তুতিকে কটাক্ষ করেছে তৃণমূল।






























