Ananda Sakal (Seg 1): মেদিনীপুর থেকে উত্তর ২৪ পরগনা, বামেদের ডাকা বনধের মিশ্র প্রভাব সর্বত্র।Bangla News
কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। আজ সকালেও বাঘাযতীনে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন বাম কর্মী-সমর্থকরা। গতকাল বামেদের ডাকা এই ধর্মঘটের আংশিক প্রভাব পড়ে ব্যাঙ্কিং পরিষেবায়।
উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) বারাসাতের কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক আজ সকাল ৭টা নাগাদ অবরোধ (Bharat Bandh Strike) করেন বাম কর্মী সমর্থকরা। কোচবিহারে আজও বেসরকারি বাস চলছে না। দোকানপাটও কিছু জায়গায় বন্ধ। পুলিশি পাহারায় চলছে সরকারি বাস। এরই মধ্যে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬-র বি জাতীয় সড়কে আজ সকাল ৬টা থেকে অবরোধ করেন ধর্মঘটীরা। দিঘা যাওয়ার এই রাস্তায় অবরোধের জেরে দাঁড়িয়ে যায় সার সার গাড়ি। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে চলে অবরোধ।
কোচবিহারের মাথাভাঙায় সংঘর্ষ। পারিবারিক বিবাদে তুলকালাম। জমি-বিবাদে দুই পরিবারের মধ্যে লাঠালাঠি। রাজ্য সড়কের ওপর একে অপরের ওপর চড়াও। সংঘর্ষে দুই পরিবারের মোট ৭ জন আহত।