আনন্দ সকাল (Seg 2): রামপুরহাটের পথে বিজেপির প্রতিনিধিরা, সিউড়ি থেকে যোগ দেবেন শুভেন্দু | Bangla News
বীরভুমের রামপুরহাটে ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের উপ প্রধান খুনের পর একের পর এক বাড়িতে আগুন। শিশু, মহিলা-সহ ৮ জনের মৃত্যু। আহত ৩। আজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপি (BJP) বিধায়কদের একটি প্রতিনিধি দল। বাসে করে যাচ্ছেন তাঁরা। গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে চান তাঁরা। কী পরিস্থিতি, কী হয়েছিল ইত্যাদি জেনে তাঁরা কেন্দ্রীয় সরকারকে জানাবেন বলে জানা যাচ্ছে। সিউড়ি থেকে যোগ দেবেন শুভেন্দু অধিকারী।
এদিকে, আজ ঘটনাস্থলে যাবে বাম প্রতিনিধি দলও। বোলপুর টাউন থেকে আজ যাচ্ছেন বিমান বসু। বিমান বসু (Biman Bose) বলেন, "এই গণহত্যার কোনও ব্যাখ্যা নেই। যারা এটা করেছে, তাদের জনগণের দরবারে আসামী করা উচিত।" "যার মাথায় অক্সিজেনের অভাব, সে কখন কী বলে, কখন কী আচরণ করে তার ব্যাখ্যা দেওয়া খুব কঠিন', অনুব্রত মণ্ডলকে কটাক্ষ বাম নেতার।
অন্যদিকে, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট মিটতেই, সাড়ে চারমাস পর ফের বাড়তে শুরু করেছে পেট্রোল (Petrol), ডিজেলের (Diesel) দাম। পরপর দু’ দিন বাড়ল জ্বালানির দাম। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৩ পয়সা বেড়ে হয়েছে ১০৬ টাকা ৩৪ পয়সা। ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হল ৯১ টাকা ৪২ পয়সা।