Ananda Sakal (Seg 2): হাঁসখালি রওনা দিল বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি ।Bangla News
হাঁসখালি রওনা দিল বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি। ৪ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদলে রয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রেখা বর্মা, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন, বিজেপি নেত্রী খুশবু সুন্দর এবং মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। হাঁসখালি থেকে ফিরে এই কমিটি গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।
কংগ্রেস কাউন্সিলর খুনে গতকাল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করল সিবিআই। খুনের দিনের ঘটনা থেকে ভাইরাল হওয়া অডিও ক্লিপ, একাধিক প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করায় সন্তোষপ্রকাশ করেছেন নিহতের স্ত্রী।
বাংলা নববর্ষের সকালে ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ দশমিক ৩। অরুণাচলের পাঞ্জিনের ১ হাজার ১৭৬ কিলোমিটার উত্তরের এলাকাই ভূমিকম্পের উত্স। কম্পনের পর আপাতত ক্ষয়ক্ষতির খবর নেই।