Ananda Sakal (Seg 2): 'পারমাণবিক যুদ্ধ বাধলে আরও ধ্বংসাত্মক হবে', রুশ বিদেশমন্ত্রীর কথায় তোলপাড়|Bangla News
তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে, তা পরিণত হতে পারে পারমাণবিক যুদ্ধে। যা আরও ধ্বংসাত্মক হবে! ইউক্রেন-যুদ্ধের আবহে এমনই হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ! এদিকে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে পড়ল ১৪১টি ভোট। বিপক্ষে ভোট পড়েছে ৫টি। ভোটদান থেকে বিরত থাকে ভারত।
ইউক্রেনে (Ukraine) আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ আরও বাড়ল।রাশিয়ার (Russia) দাবি, ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করেছে ইউক্রেনীয় সেনা। তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি রাশিয়ায় যেতেও বাধা দেওয়া হচ্ছে। রুশ দূতাবাসের তরফে ট্যুইট করে এ কথা জানানো হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় একই অভিযোগ জানান পুতিন। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে ইউক্রেন। এশিয়া, আফ্রিকা-সহ বিভিন্ন দেশের পড়ুয়াদের জন্য তারা হটলাইন চালু করেছে বলে ট্যুইটে জানিয়েছে ইউক্রেনের বিদেশমন্ত্রক। ইতিমধ্যেই ইউক্রেন ছাড়তে শুরু করেছেন ভারতীয় পড়ুয়ারা। গতকাল রাত থেকে প্রায় এক হাজার পড়ুয়াকে বায়ুসেনা ও এয়ার ইন্ডিয়ার ৫টি বিমানে দেশে ফেরানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও ৪ হাজার ৮০০ পড়ুয়াকে দেশে ফেরানো হবে। আজ সকালে ভারতীয় বায়ুসেনার C-17 এয়ারক্রাফটে পোল্যান্ড হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছেছেন ২০৮ জন ভারতীয়।