এক্সপ্লোর
Ananda Sakal (Seg 3): বীরভূমে ফের বিজেপিতে ভাঙন, আড়াইশো কর্মী যোগ দিলেন তৃণমূলে।Bangla News
SSC-র নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিষয়ে মন্ত্রিসভা সিলমোহর দেওয়ায়, এমন মন্তব্যই করলেন রাজ্যপাল। মনে করিয়ে দিলেন, তিনি সই করলে তবেই বিল আইনে পরিণত হবে। রাজ্যপালকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
বীরভূমে ফের বিজেপিতে ভাঙন। নানুরের সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত এলাকার এক বুথ সভাপতি-সহ বিজেপির আড়াইশো কর্মী যোগ দিলেন তৃণমূলে। দলত্যাগীদের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ভয় দেখিয়ে দল বদল করিয়েছে তৃণমূল।





























