Ananda Sakal (Seg 3): ডাবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট দেখালেই গঙ্গাসাগরগামী বাসে ওঠার ছাড়পত্র| Bangla News
ধীরে ধীরে গঙ্গাসাগরে (Gangasagar) পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে কাকদ্বীপের লট এইট থেকে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে। কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। কপিল মুনির আশ্রম, মেলা চত্বর মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে। লকগেট তৈরি করে মন্দির চত্বরে প্রতিবারে ৫০ জন করে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মন্দিরের ভিতরে সাধু-সন্ন্যাসীদের অনেকের মুখেই নেই মাস্ক।
গঙ্গাসাগর (Gangasagar) উপলক্ষে বাবুঘাটে ভিড়। এখান থেকেই ছাড়ছে সাগরমুখী বাস। টিকিট কাউন্টারে ডাবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট দেখালে তবেই মিলছে বাসের টিকিট। মাস্ক পরা বাধ্যতামূলক। কাউকে বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, বাবুঘাটে করোনা পরীক্ষা করা হচ্ছে পুণ্যার্থীদের।
রাজ্যে ঝড়ের গতিতে এগোচ্ছে করোনা (Corona)। এই অবস্থায়, করোনাবিধি মেনে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বেশি লোক পাঠাবেন না গঙ্গাসাগরে। বাবুঘাটে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।