Ananda Sakal (Seg 3): স্কুল খোলার দাবিতে পথে বিরোধীরা, চারটি জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে |Bangla News
স্কুল খোলার দাবি। বিক্ষোভে সব বিরোধী রাজনৈতিক দলগুলি। পথে নেমেছে এসএফআই, ছাত্র পরিষদ এবং এবিভিপি। এই অবস্থায়, স্কুল খোলার দাবিতে আরও একটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এনিয়ে চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
দেশের সব রাজ্যে স্কুল খোলা নিয়ে অ্যাডভাইসরি জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, কী ব্যবস্থা নিয়ে স্কুল খোলা যেতে পারে সে বিষয়ে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের কাছে পরামর্শ চেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনে অগ্রগতি দেখে কেন্দ্র স্কুল খোলার বিষয়ে ভাবছে। তবে কীভাবে, কবে থেকে স্কুল খোলা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির ওপরই ছাড়ার পক্ষপাতী কেন্দ্র, এমনটাই সূত্রের খবর।
স্কুল বন্ধ। টানা অনলাইনে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। যার প্রভাব পড়ছে পড়ুয়াদের শরীর ও মনের ওপর। এমনই আশঙ্কার কথা জানা গেছে ইন্ডিয়ান অ্যকাডেমি অফ পেডিয়াট্রিক্সের সমীক্ষায়। এদিকে অনলাইন ক্লাসের ক্ষেত্রে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা অনেকক্ষেত্রেই বঞ্চিত। ক্রমশ পিছিয়ে পড়ার আশঙ্কা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে অভিভাবকদের।