(Source: ECI/ABP News/ABP Majha)
আনন্দ সকাল (Seg 3): অমিত শাহকে ছাড়িয়ে এবার বিজেপির নাম্বার টু যোগী?| Bangla News
তিন দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) হাত ধরে রেকর্ড ছুঁল বিজেপি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদির (Narendra Modi) উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? বিজেপিতে নম্বর টু’র জন্য অমিত শাহর (Amit Shah) সঙ্গে কি তাঁর অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল?
দাদা পারেননি, পারলেন না বোনও। বিপুল প্রত্যাশা জাগিয়েও, উত্তরপ্রদেশে অসফল হলেন প্রিয়াঙ্কা গান্ধী। পাঁচ রাজ্যেই বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। এ নিয়ে ফিরহাদ হাকিম কটাক্ষের সুরে বলেন, এবার কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। পাল্টা কটাক্ষ ছুড়ে অধীর চৌধুরী বলছেন, বিজেপির সঙ্গে তৃণমূলের সংযুক্ত হয়ে যাওয়ার এটাই হচ্ছে সঠিক সময়।
পাঞ্জাবে ভালো ফলের পর, মালদা শহরজুড়ে আম আদমি পার্টির (AAP) পোস্টার। দিল্লির মুখ্যমন্ত্রীর ছবি ও স্থানীয় নেতৃত্বের মোবাইল নম্বর দিয়ে আপের সদস্য হওয়ার আবেদন জানানো হয়েছে। গতকালই পাঞ্জাব বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। ভালো ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এদিন ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় কেজরিওয়ালের ছবি-সহ এ ধরনের একাধিক পোস্টার দেখা যায়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।