Ananda Sakal (Seg 4): কয়লা পাচার মামলায় সুপ্রিম-নির্দেশে স্বস্তিতে অভিষেক-রুজিরা।Bangla News
কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা। ইডির বারবার দিল্লিতে তলবের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন তাঁরা। ইডি চাইলে কলকাতা পুলিশকে সহযোগিতা করতে বলা হবে। জানাল তিন বিচারপতির বেঞ্চ। সেই সঙ্গে আদালতের একাধিক প্রশ্নের মুখেও পড়তে হল ইডিকে।
বিধানসভায় শেষ হল মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের আবেদন নিয়ে মামলার শুনানি। এরপর রায়দান করবেন স্পিকার, জানিয়েছেন আইনজীবীরা।
চাঁদের মাটি থেকে মিলতে পারে অক্সিজেন ও জ্বালানি। এই মাটিতে এমন কিছু যৌগ আছে যা কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেন ও জ্বালানিতে রূপান্তরিত করতে সক্ষম। চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানীর গবেষণালব্ধ তথ্য দাবি করছে এমনটাই। জুল নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে সেই গবেষণা। চিনের মহাকাশযান চাঙ্গে ফাইভ চাঁদ থেকে যে মাটি নিয়ে এসেছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর এই তথ্য মিলেছে বলে দাবি। তাছাড়া বিজ্ঞানীদের দাবি, চাঁদের মাটিতে দেখা গিয়েছে প্রচুর পরিমাণ লৌহ ও টাইটানিয়াম। চাঁদের মাটি থেকে ভবিষ্যতে অক্সিজেন ও জ্বালানি মিললে, অনেক কম ওজনের মহাকাশযান চাঁদে পাঠানো সম্ভব হবে। কারণ পৃথিবীর মাটি থেকে বয়ে নিয়ে যাওয়া অক্সিজেনের পরিমাণ এর ফলে কমানো যাবে। একইসঙ্গে মহাকাশযান তুলনায় হালকা হওয়ায়, এর ফলে কমবে চাঁদে অভিযানের খরচও। যদিও এর আগেই চাঁদে প্রচুর পরিমাণে জলীয় বরফের অস্তিত্বেরও প্রমাণ মিলেছিল।