Republic Day 2022 : প্রজাতন্ত্র দিবসে আজ বর্ণাঢ্য অনুষ্ঠান পরিবেশন করবেন ৪৮০ জন নৃত্যশিল্পী| Bangla News
দিল্লির রাজপথে শেষ মুহূর্তের কেমন প্রস্তুতি?
দেশজুড়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন। ৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে একাধিক চমক। দিল্লির রাজপথে ন্যাশনাল ক্যাডেট কর্পস অংশ নেবে শহিদোঁ কো শত শত নমন অনুষ্ঠানে। দেখা যাবে ৭৫টি বিমান অথবা হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট। এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বর্ণাঢ্য কলাকুম্ভ অনুষ্ঠান আয়োজিত হবে। নৃত্য পরিবেশন করবেন ৪৮০ জন শিল্পী।
সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। বিটিং দ্য রিট্রিটে অংশ নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন। এই অনুষ্ঠান দেখার জন্য সাফাই কর্মচারী, রিকশ চালক, অটোচালক ও স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, দেওয়া হবে অশোক চক্র, পরমবীর চক্র।
প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি রেড রোডেও।
অধ্যক্ষ ভবিষ্যতে রাজ্যপালকে ব্ল্যাকআউট করলে, তাঁকে আইনের মুখোমুখি হতে হবে। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে এভাবেই অধ্যক্ষকে আক্রমণ করলেন রাজ্যপাল। পাল্টা স্পিকারের বক্তব্য, আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে বিধানসভার সমালোচনা করেছেন রাজ্যপাল, এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ।
প্রজাতন্ত্র দিবস পালন চেন্নাই এবং ওয়াঘা সীমান্তেও।