KMC: নতুন বরো কমিটির মাথায় মহিলাদের বাড়তি গুরুত্ব | Bangla News
কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বরো কমিটিগুলিতে (Borough Committees) গুরুত্ব পেলেন মহিলারা। ১৬ জন চেয়ারম্যানের মধ্যে ৯ জনই মহিলা। বরো চেয়ারম্যান পদে নতুন মুখ আনা হয়েছে ১০ জনকে।
"পুরভোটে (Kolkata Municipal Election) বিধানসভার থেকে বেশি ভোট পড়েছে। আজগুবি ব্যাপার। তা বলে বাকি ১১১টা পুরসভায় কলকাতার মতো ভোট হবে, ভাববেন না। জেলাতে আমাদের সংগঠন শক্তিশালী।" বকেয়া পুরভোট প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরই বিজেপি (BJP) নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) বাড়িতে গেলেন তৃণমূলের দুই নেতা। একই দিনে, বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপও ছাড়লেন সায়ন্তন বসু। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ’নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতা।
কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) হিংসা ও ছাপ্পা ভোটের অভিযোগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করল সিপিএম (CPM) ও বিজেপি (BJP)। যে অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদালতে দাবি করেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। কলকাতা পুরভোটে দুরন্ত জয় পেয়েছে তৃণমূল। তবে পুরভোটের দিন অশান্তি নিয়ে টানাপোড়েন এখনও থামেনি।
প্রাথমিক টেটে (Primary TET) ৭৩৮টি শূন্যপদে ইন্টারভিউয়ের জন্য যে প্যানেল ঘোষণা করা হয়েছে, তা নিয়ে আপত্তি থাকলে অভিযোগ জানানো যাবে। তার জন্য খোলা হবে পোর্টাল। অভিযোগ পেলে ১৫ দিনের মধ্যে তার নিষ্পত্তি করা হবে। হাইকোর্টে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education)। এরপরই মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি