এক্সপ্লোর
বাজারে জোগান বাড়িয়ে দাম কমাতে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের
সব ধরনের পেঁয়াজের রফতানি বন্ধের নির্দেশ কেন্দ্রের। বাজারে জোগান বাড়াতে এবং দাম কমাতেই পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সোমবার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে অবিলম্বে এই নির্দেশ কার্যকরী করতে বলা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে এবার পেঁয়াজের ফলন ব্যাপক ধাক্কা খেয়েছে। জল জমে চাষ জমিতেই নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির পেঁয়াজ। যার প্রভাব পড়েছে দেশীয় বাজারে। ক্রমশ চড়া হচ্ছে পেঁয়াজের দাম। তাতে লাগাম টানতেই কেন্দ্রের এই নির্দেশ।






























