Kashmir Attack: রাজ্যে রাজ্যে মকড্রিল আগামীকাল I বাজবে এয়ার সাইরেন I কীভাবে হবে ড্রিল
ABP Ananda Live: পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি হলে কী পদক্ষেপ? কাল মক ড্রিল। কাল সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের। কাল দেশজুড়ে ২৪৪ জেলায় সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিল। মক ড্রিল নিয়ে আজ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন সব রাজ্যের মুখ্যসচিব ও সিভিল ডিফেন্সের শীর্ষকর্তারা।
দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জে মুখ্যমন্ত্রী
মুর্শিদাবাদে ওয়াকফ-হিংসায় স্বজনহারা পরিবারের ক্ষত এখনও দগদগে। আজ বহরমপুর থেকে হেলিকপ্টারে সামশেরগঞ্জে গেলেন মুখ্যমন্ত্রী। BDO অফিসে দেখা করবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে। জম্মু কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত ভারতীয় সেনাবাহিনীর প্যারা SF কমান্ডো ঝন্টু আলি শেখের পরিবারের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় কর্মসূচি সুুতিতে। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে।






























