Kashmir Attack: পহেলগাঁওয়ে জঙ্গিদের কাদের মদত? সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জম্মু-কাশ্মীর পুলিশের ম্যারাথন অভিযান
ABP Ananda Live: পহেলগাঁওয়ে জঙ্গিদের কাদের মদত? সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জম্মু-কাশ্মীর পুলিশের ম্যারাথন অভিযান। শ্রীনগরে ৫ সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি। কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত? জমমু-কাশ্মীরের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ওমর ও ফারুকের পর নৌসেনা প্রধানের সঙ্গেও আলোচনা নরেন্দ্র মোদির। পহেলগাঁওয়ের প্রতিশোধ চায় দেশ। কাশ্মীরে বাড়ছে সেনা তৎপরতা। রাস্তায় ট্রাকের সারি, সাঁজোয়া গাড়ি। উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি। জঙ্গিদের খোঁজে লাগাতার অভিযান।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই সাসপেন্ড করা হল সামশেরগঞ্জ থানার প্রাক্তন OC ও SI-কে
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই সাসপেন্ড করা হল সামশেরগঞ্জ থানার প্রাক্তন OC ও SI-কে। ১১ ও ১২ এপ্রিল সামশেরগঞ্জে ওয়াকফ-অশান্তির জেরে ৭ দিন পরে সরিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন OC শিবপ্রসাদ ঘোষ ও সাব ইনস্পেক্টর মহম্মদ জামালউদ্দিন আহমেদকে। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে। মঙ্গলবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগেই সামশেরগঞ্জ থানার প্রাক্তন OC ও SI-কে সাসপেন্ড করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিতকুমার সাউ। বর্তমানে সামশেরগঞ্জ থানার IC-র দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত ঘোষ।






























