Morning Top Story: বুথে দু'ঘণ্টা বসে মমতা, বেরোতেই পৌঁছলেন শুভেন্দু -- দ্বিতীয় দফায় টানটান নাটক নন্দীগ্রামের বয়ালে
আক্ষরিক অর্থেই ব্যাটল গ্রাউন্ড হয়ে উঠল নন্দীগ্রাম (Nandigram)। পুলিশের আশ্বাস সত্ত্বেও ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল এজেন্টের (TMC Agent) মা। ভয়ে আতঙ্কে আর ছেলেকে পাঠালেন না বুথে। গোটা ঘটনার সূত্রপাত সকালের দিকে। বয়ালের বুথে বিজেপির (BJP) বিরুদ্ধে তৃণমূলের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। এরপরেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দলীয় এজেন্টের বাড়িতে যান। এদিকে প্রথমে ভিকট্রি সাইন দেখালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কয়েক ঘণ্টার মধ্যেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অন্যদিকে শুভেন্দুর হয়ে ব্যাট ধরলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এক নতুন জল্পনা উস্কে দিলেন নরেন্দ্র মোদি। '' নন্দীগ্রামে হারের আঁচ পেয়ে এবার অন্য কোনও বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়? '' যদিও তৃণমূল (TMC) এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।
পাশাপাশি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় (Belgharia) বিজেপি কর্মীদের ওপর হামলা। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে। বিজেপির (BJP) দাবি, কামারহাটি পুরসভার ২৬ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর বেশ কিছু পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। সেই খবর পেয়ে সেখানে কয়েকজন বিজেপি কর্মী যান। অভিযোগ, তখন তৃণমূল (TMC) আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের (Raju Banerjee) অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মদন মিত্র (Madan Mitra) অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।