Chhak Bhanga 6ta :নির্বাচন কমিশনের শাস্তি- নির্দেশ কেন অমান্য ? জবাবদিহি করতে কমিশনে হাজির মুখ্যসচিব
ABP Ananda LIVE :২১ তারিখের মধ্যেই নির্দেশ কার্যকর হবে, জাতীয় নির্বাচন কমিশন গিয়ে জানালেন মুখ্যসচিব, সূত্রের খবর।'২১ তারিখের মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করা হবে'।জাতীয় নির্বাচন কমিশন গিয়ে জানালেন মুখ্যসচিব, সূত্রের খবর। ৪ অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে ।কেন নির্দেশ অমান্য? তলব পেয়ে দিল্লিতে হাজিরা মুখ্যসচিবের।ঘণ্টাদেড়েক পর বেরোলেন জাতীয় নির্বাচন কমিশন থেকে বেরোলেন । মুখ্যসচিব । বিকেল ৪.৩০: নির্বাচন সদনে পৌঁছন মনোজ পন্থ। সন্ধে ৬.৩০: নির্বাচন সদন থেকে বেরোন মুখ্যসচিব। 'কেন ৪ অফিসার-সহ ৫জনের বিরুদ্ধে এখনও পদক্ষেপ নয়?'।দিল্লিতে মুখ্যসচিবকে ডেকে জবাবদিহি চাইল নির্বাচন কমিশন: সূত্র
'FIR-সাসপেনশন নির্দেশ কেন অমান্য?' 'ডিজিটাল এভিডেন্স থাকা সত্ত্বেও কেন পদক্ষেপ নয়?'।৪ অফিসার-সহ ৫জনের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া নিয়ে প্রশ্ন কমিশনের: সূত্র ।






























