Ekhon Kolkata (Seg-2):‘আত্মহত্যা না, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে?’ প্রশ্ন বিজেপির ।Bangla News
অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ পৌঁছায় নিমতলা শ্মশানে। রাজ্য বিজেপির সদর দফতর থেকে কাশীপুরের বাড়িতে পৌছায় যুব নেতার মৃতদেহ। এই বাড়িতেই অপেক্ষায় ছিলেন শোকস্তব্ধ পরিবার পরিজনেরা। এলাকার বাসিন্দারা এসেছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য।
'কমান্ড হাসপাতালে কী করে বলবে, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে 'খুন'। কম্যান্ড হাসপাতাল তো কেন্দ্র সরকারের। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর সেখানে কাজ করা ব্যক্তি কীভাবে বিপক্ষে লিখবে? লিখলে তার চাকরিটা আদৌ থাকবে? কী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে খুন বলে যেতে পারেন? মহামান্য আদালত দৃষ্টি আকর্ষণ করুন।' প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।
কাশীপুরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই খেজুরিতে রহস্যমৃত্যু। খেজুরিতে রহস্যমৃত্যু, গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ‘আত্মহত্যা না, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে?’ খেজুরিতে রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন বিজেপির ।