এক্সপ্লোর
চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদান মমতার, ১৫ থেকে ১৭ ভার্চুয়াল পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর
চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী। ১৫, ১৬, ১৭ পুজোর ভার্চুয়াল উদ্বোধন। ১৫ই অক্টোবর উত্তর কলকাতার ভার্চুয়াল পুজোর উদ্বোধন। ১৬ই অক্টোবর বেহালা, যাদবপুরের ভার্চুয়াল পুজোর উদ্বোধন এবং ১৭ ই অক্টোবর দক্ষিণ কলকাতায় ভার্চুয়াল পুজো উদ্বোধন। এই তিন দিন বিকেল ৫টায় ভার্চুয়াল পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ হাকিম জানালেন, মানুষ যদি না আসেন তাহলে পুজো করার আগ্রহ চলে যাবে। সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে এর জন্য আগে থেকে মণ্ডপ খোলা হয়েছে। তিনি জানান, আমরা একটা ডিটক্স স্প্রে টানেল বসাচ্ছি। যার মধ্যে ঢুকলে শরীর স্যানিটাইজ হয়ে যাবে। টানেলে বিশেষ স্প্রের মাধ্যমে পি এইচ লেভেল বাড়বে, যার ফলে মণ্ডপের মধ্যে একজনের থেকে অন্যজনের সংক্রমণ ছড়াবে না।
All Shows
এখন কলকাতা

টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির

দ্বিতীয়বার গ্রেফতারির পর আজ সাকেত গোখলেকে আদালতে পেশ করে গুজরাত পুলিশ

জিতু ও নবনীতাকে হেনস্থার ঘটনায় ধৃত ৪ জনের জামিন মঞ্জুর ব্যারাকপুর মহকুমা আদালতের

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগে সরব মমতা, ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ

তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি, খাটের নীচে লুকিয়ে রক্ষা

























