এক্সপ্লোর
পড়াশুনা, কেরিয়ার নিয়ে হতাশ? তাহলে শুনুন হৃতিকের এই পরামর্শগুলো
করোনা সঙ্কটের আবহে স্কুল-কলেজ বন্ধ। শিকেয় পরীক্ষা ব্যবস্থা। আটকে থাকা রেজাল্টের কিছু অনলাইনে মিললেও অনেকেই পরীক্ষায় ফল জানার অপেক্ষায়। এই পরিস্থিতে পড়ুয়াদের মনোবল বাড়াতে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করলেন হৃতিক রোশন। ভিডিও বার্তায় পড়ুয়াদের উদ্দেশ্যে হৃতিকের পরামর্শ, কঠিন সময় মানুষকে আরও পরিণত করে। এই সময় পড়ুয়াদের অনেক কিছু শেখাবে। পরিবর্তনকে মন খুলে স্বাগত জানানোর কথা বলেন হৃতিক। পাশাপাশি প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের বার্তা দেন।






























