FilmStar:নীরজ পান্ডে আনছেন সিরিজ, 'সিকান্দর কা মুকাদ্দর'।প্রভাসের আগামী ছবিতে ভরপুর কমেডি, আর খানিকটা হরর
ABP Ananda Live: সলমনকে খানকে হুমকিতে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার। সুজিত সরকার-অভিষেক বচ্চনের ছবিই বলবে, কেন কথা বলা দরকার। নীরজ পান্ডে আনছেন সিরিজ, 'সিকান্দর কা মুকাদ্দর'। প্রভাসের
আগামী ছবিতে ভরপুর কমেডি, আর খানিকটা হরর।
দেব, রুক্মিণী, স্বস্তিকা মুখোপাধ্যায়ের টেক্কা দেখতে একসঙ্গে হাজির টালিগঞ্জের তারকারা। বুধবার সন্ধ্যায় আয়োজিত হল টেক্কার স্পেশাল স্ক্রিনিং। কঙ্গুভার প্রচারে কোথায় গেলেন সুরিয়া, ববি দেওল আর দিশা পাটানি? ভুল ভুলাইয়ার কমেডিতে কার্তিকের নতুন চমক চোখ টানল দর্শকদের।
রেড কার্পেটে হেঁটেই সুখবর দিলেন রাধিকা আপ্তে। মা হতে চলেছেন রাধিকা। নতুন সদস্য আসছে রাধিকা এবং তাঁর স্বামী বেনেডিক্ট টেলরের সংসারে। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাধিকা তাঁর ছবি সিস্টার মিডনাইটের স্ক্রিনিংয়ে বেবিবাম্প নিয়ে হাজির হন রেড কার্পেটে। তাঁর ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এবছর লক্ষ্মীপুজোয় প্রতিবারের মত আড়ম্বর নেই অপরাজিতা আঢ্যর বাড়িতে। পুজোর প্রস্তুতির মাঝেই নিজের মনের কথা শোনালেন তিনি। এবারে মায়ের কাছে কী প্রার্থনা করছেন অপরাজিতা? কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন হয়েছে তনুশ্রী চক্রবর্তীর বাড়িতেও। ঠাকুর ঘরে বসেই পারিবারিক পুজোর গল্প শোনালেন তিনি। লক্ষ্মীপুজোর দিন রুটিন বদল। শ্যুটিং নয়। সারাটা দিন বাড়িতেই পুজোর ব্যস্ততায় কেটে যায় অভিনেত্রী পায়েল সরকারের। এবছরও অন্যথা হয়নি। মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত চৈতি ঘোষালও। সরাসরি চলে যাব তাঁর বাড়িতে। আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় রয়েছেন তাঁর সঙ্গে। শ্রুতি দাস বাড়িতেও আজ লক্ষ্মীপুজোর আয়োজন। কোজাগরীর আরাধনার সব প্রস্তুতি শ্রুতি নিজেই সামলাচ্ছেন।