ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৫.০৯.২৫)পর্ব ২: ফেসবুকে রোজ নতুন নতুন ভিডিও পোস্ট, তবু ফেরার মিনি ফিরোজ ! মিমিকে জিজ্ঞাসাবাদ ED-র
Ghanta Khanek Sange Suman: যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে এবার খুনের মামলা দায়ের পুলিশের। কীভাবে জলে পড়ে মৃত্যু? যাদবপুরের ৩ পড়ুয়াকে তলব। মেয়েকে খুনের অভিযোগে লালবাজার ও যাদবপুর থানায় মৃত ছাত্রীর বাবা। বাতিল নয় সংশোধিত ওয়াকফ আইন, আংশিক ক্ষেত্রে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ফেসবুকে রোজ নতুন নতুন ভিডিও পোস্ট, তবু পুলিশের খাতায় ফেরার! আর কবে ধরা পড়বে গুলশান কলোনির 'ত্রাস' মিনি ফিরোজ? একবালপুর হত্যাকাণ্ডে এক সপ্তাহ পরেও গ্রেফতারি শূন্য! ক্ষোভে ফুঁসছে পরিবার। বেটিং অ্যাপ মামলায় মিমিকে জিজ্ঞাসাবাদ ED-র, কাল তলব অঙ্কুশকে।
জাল নথিকাণ্ডের তদন্তে বাংলায় কেরল পুলিশ
জাল নথিকাণ্ডের তদন্তে বাংলায় কেরল পুলিশ। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতের বার্থ সার্টিফিকেটে বাংলার ঠিকানা। কেরলে ধৃত মানিক বিশ্বাসের বার্থ সার্টিফিকেটে ছোট জাগুলিয়ার ঠিকানা। উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ার ঠিকানায় বার্থ সার্টিফিকেট। নথি যাচাই করতে ছোট জাগুলিয়ার ঠিকানায় কেরল পুলিশ।মানিক বিশ্বাস নামে কারও খোঁজ মেলেনি। ধৃতের বার্থ সার্টিফিকেট জাল, দাবি কেরল পুলিশের। পঞ্চায়েত অফিস থেকে এই বার্থ সার্টিফিকেট দেওয়া হয়নি, দাবি পঞ্চায়েত উপপ্রধানের।






























