Ghanta Khanek Sange Suman(০১.১১.২০২৪) : দুই পুণ্যভূমিতে ছড়িয়ে ইতিহাস।স্থানমাহাত্ম্যের সন্ধানে কামারপুকুর-জয়রামবাটীতে এবিপি আনন্দ | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: যুগাবতার শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর। লোকজননী সারদার স্মৃতিধন্য জয়রামবাটী। দুই পুণ্যভূমির আনাচে কানাচে ছড়িয়ে অজানা ইতিহাস। স্থানমাহাত্ম্যের সন্ধানে কামারপুকুর-জয়রামবাটীতে এবিপি আনন্দ। কামারপুকুর-জয়রামবাটী।
আরও খবর..
এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ উঠল। প্রায় দেড় ঘণ্টা বিডিও-কে ঘিরে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তৎকালীন সিপিএম বিধায়কের উপর দুর্নীতির দায় চাপিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে সিপিএম।
খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে ঘটল বিস্ফোরণ! পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আগাছায় ভরা খেলার মাঠে বোমা ফেটে জখম হল এক কিশোর। গতকাল সকালে তীব্র শব্দে কেঁপে ওঠে পাটুলি এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে মাঠে রক্তাক্ত কিশোরকে দেখতে পান।কিশোরের বন্ধুর দাবি, খেলতে খেলতে বল হারিয়ে গিয়েছিল জঙ্গলের মধ্যে। খুঁজতে গিয়ে সাদা কাগজে মোড়া বলের মতো একটি জিনিস কুড়িয়ে পায় সে। নাড়াচাড়া করতে করতেই ফেটে যায় সেটি। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে ঘটল এমন ঘটনা? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।