ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৭.২৫) পর্ব ১:সেনার গুলিতে নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি। কাশ্মীরে 'অপারেশন মহাদেব'
ABP Ananda LIVE: ৯৭ দিনে বদলা, সেনার গুলিতে নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি । সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনই কাশ্মীরে 'অপারেশন মহাদেব' । নিহত ৩ জঙ্গির কাছ থেকে উদ্ধার AK-47, কার্বাইন, রাইফেল গ্রেনেড । বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনে স্থগিতাদেশ নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট । সংশোধনে ভোটার ও আধার কার্ডকে বিবেচনার পরামর্শ আদালতের । বাংলাভাষীদের নির্যাতন, বোলপুরে মিছিল মুখ্যমন্ত্রীর, দিলেন BLO-দের হুঁশিয়ারি । পাল্টা অনুপ্রবেশ ও রোহিঙ্গা ইস্যুতে আন্দোলনে নামছেন শুভেন্দুও । OBC বিজ্ঞপ্তি নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের । ‘প্রশাসনিক সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ বিস্ময়কর!’, মন্তব্য প্রধান বিচারপতির ।
সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনই সেনার গুলিতে মৃত্যু পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি, বলছে সূত্র। ভারতীয় সেনার গুলিতে মৃত্যু পহেলগাঁওয়ে হামলাকারী সুলেমান ও ইয়াসির। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার মধ্যেই 'অপারেশন মহাদেব। জম্মু-কাশ্মীরের হারওয়ানে সেনার গুলিতে নিহত ৩ জঙ্গি। নিহত ৩ জনের মধ্যে ২ জন পহেলগাঁওয়ে হামলাকারী। নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি সুলেমান ও ইয়াসির। উদ্ধার AK-47, আমেরিকার তৈরি কার্বাইন, ১৭ রাইফেল গ্রেনেড। এখনও অধরা পহেলগাঁওয়ে হামলাকারী চতুর্থ জঙ্গি মুসা।






























