ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২৪.১০.২৪)পর্ব ১: আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। বন্ধ ট্রেন, বিমান, ফেরি
Ghantakhanek Sange Suman: শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় 'দানা'। আর কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ভয়াবহ গতিবেগে । কোথাও নড়বড়ে মাটির বাঁধ, কোথাও ভরসা ত্রিপল-দড়ি । ফের বিপর্যয়ের আশঙ্কায় প্রহর গুনছে এ রাজ্যের উপকূলও। ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের ধাক্কার আশঙ্কা কলকাতাতেও । ঝড়ের ধাক্কা সামলাতে বন্ধ ট্রেন, বিমান, ফেরি । সাইক্লোন ট্যুরিজম! ঘর থেকে ঝড় দেখবেন বলে পুরী ছাড়লেন না বহু পর্যটক।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার আশঙ্কায়, রাজ্য়ে যেন কমপ্লিট শাটডাউন! ফিরল সেই লকডাউনের ছবি। বন্ধ রাখা হল লোকাল ও দূরপাল্লার ট্রেন, বিমান ও ফেরি পরিষেবা। ১৪ ঘণ্টার জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শিয়ালদা দক্ষিণ ও হাসনাবাদ লাইনে বাতিল করা হয়েছে ১৯০ টি লোকাল ট্রেন। হাওড়ার পূর্ব শাখায় ৬৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও একগুচ্ছ দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে ১৫ ঘণ্টা বন্ধ থাকছে উড়ান পরিষেবা। দুই চব্বিশ পরগণা, হুগলি, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।