ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১০.২৫) পর্ব ২: দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনের বৈঠক, ভাইফোঁটাতেই ফিরছেন তৃণমূলে?
Ghanta Khanek Sange Suman: ধর্মের পাল্টা ধর্ম, খয়রাতির পাল্টা খয়রাতি -- ভোটের আগে ঘুঁটি সাজাচ্ছে সবপক্ষই। 'রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে,' ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'ক্ষমতায় এলেই মহিলাদের মাসে ২৫০০ টাকা, ৫০০ টাকায় গ্যাস,' প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। সোশাল মিডিয়ায় প্রচারে ঝড় তুলতে 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কর্মসূচি ঘোষণা অভিষেকের। "মানুষকে ভুল বোঝাবে, ডিজিটাল তোলাবাজি শুরু হবে," কটাক্ষ সুকান্ত মজুমদারের। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনের বৈঠক, ভাইফোঁটাতেই ফিরছেন তৃণমূলে?তৃণমূলে যোগ সত্যজিৎ-খুনে অভিযুক্তের, 'বিচার পেলাম না,' বলছে ক্ষুব্ধ পরিবার। 'SIR না-হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে, ' হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 'একজন বৈধ ভোটার বাদ গেলেও ফল ভুগতে হবে' পরপর হুঙ্কার তৃণমূল নেতাদের।
২০২৬-এর বিধানসভা ভোট-যুদ্ধে এখনও বেশ কয়েকমাস বাকি। তার আগেই শুরু হয়ে গেছে ডিজিটাল-ফাইট।বিজেপি...তৃণমূল...থেকে সিপিএম-কংগ্রেস - পিছিয়ে থাকতে চাইছে না কেউই। রাহুল গান্ধীর ঘৃণার পরিবর্তে 'মুহাব্বত কি দোকান' সোশাল মিডিয়ায় সেনসেশন ছড়িয়েছিল। GEN Z ও মিলেনিয়ালের মধ্যে প্রচারের ব্যপ্তি বাড়াতে, ইন্সটাগ্রাম-সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মিম, রিলস, স্ট্যাটিক পোস্টের মাধ্যমে প্রতিপক্ষের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরা হচ্ছে। এরইসঙ্গে বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা করাও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো! তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা! তা নিয়ে আবার উত্তর ২৪ পরগনার হালিশহরে হুলস্থুল বেধে গেছে। তাঁদের অভিযোগ, প্রশ্ন করা হচ্ছে, ২০২১-র বিধানসভা নির্বাচনে কাকে ভোট দিয়েছেন? ২০২৪-এর লোকসভা নির্বাচনেই বা কাকে ভোট দিয়েছেন? ২০২৬ সালের বিধানসভা ভোটে কাকে ভোট দেবেন?
All Shows






























