Ghanta Khanek Sange Suman(০৩.০৭.২০২৪) পর্ব ২ : জেলে বসেই সুবোধ কীভাবে চালাত অপরাধের সাম্রাজ্য? এক্সক্লুসিভ রিপোর্ট | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: হাথরসে হাহাকার, মৃত্যু ১২০ পার, গ্রাউন্ড জিরোয় এবিপি আনন্দ। ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লক্ষ জমায়েত! কী করছিল যোগী প্রশাসন? FIR-এও নাম নেই স্বঘোষিত ধর্মগুরুর, 'ভোলেবাবা'কে আড়ালের চেষ্টা? বাংলায় কীভাবে অপারেশন বিহারের ত্রাস সুবোধের? জেলে বসেই সুবোধ কীভাবে চালাত অপরাধের সাম্রাজ্য? এক্সক্লুসিভ রিপোর্ট। অর্জুন-সু বোধ যোগ নিয়ে বিস্ফোরক ব্যবসায়ী, পাল্টা অর্জুন। ছেলের খুন নিয়ে সুবোধ-পুলিশ আঁতাঁতের অভিযোগ মনীশ শুক্লর বাবার। আড়িয়াদহকাণ্ডে এখনও অধরা জয়ন্ত সিংহ, শাসক-ঘনিষ্ঠ বলেই কি ছাড়?
আরও খবর..
গ্যাংস্টার সুবোধকে নিয়ে ভবানীভবনে CID। ১৭ জুলাই পর্যন্ত CID হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিংহ। এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষার পর আনা হল ভবানী ভবনে । ডাকাতি, হুমকি থেকে খুনি-জেল থেকে কীভাবে সুবোধের নেটওয়ার্ক? পাটনার জেলে বসে কীভাবে বাংলায় অপারেশন সুবোধের? সুবোধের লিঙ্কম্যান কে? কে বা কারা বরাত দিত? জানতে চায় সিআইডি। রানিগঞ্জে ডাকাতি থেকে বিটি রোডে গুলি, ব্যারাকপুরে মণীশ শুক্লা খুন। বাংলায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ সুবোধের বিরুদ্ধে। গ্রিন করিডর করে আসানসোল থেকে কলকাতায় আনা হল গ্যাংস্টারকে
সরকারি জমি দখল নিয়ে এবার দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন নারায়ণ গোস্বামী। বাগদা উপনির্বাচনের আগে কর্মী সম্মেলনে গিয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক বলেন, যত বড়ই তৃণমূল নেতা হোন, সরকারি জায়গা দখল করতে পারবেন না। যদি করেন, ২৪ ঘণ্টার মধ্য়ে নিজে দাঁড়িয়ে থেকে খালি করে দিন। আমাকে মাঠে নামতে হলে, সেটা বিপজ্জনক হবে। পাশাপাশি, বাগদা উপনির্বাচনে তৃণমূলের ফল ভাল না হলে, দলের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট যাবে বলেও হুঁশিয়ারি দেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। বাগদা পঞ্চায়েতের তৃণমূল প্রধানই সরকারি সম্পত্তি দখল করে রেখেছেন, আগে সেটা ভেঙে দেখান, তৃণমূল বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। তৃণমূল প্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।