ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৪.১১.২৫)পর্ব ১: SIR শুরু হতেই রাজপথে যুযুধান শাসক-বিরোধী | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: রেড রোডে মমতা-অভিষেক, সোদপুরে শুভেন্দু । SIR শুরু হতেই রাজপথে যুযুধান শাসক-বিরোধী। '২ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত বিজেপির' । SIR-বিরোধী সভা থেকে মোদি সরকারকে হটানোর ডাক মুখ্যমন্ত্রীর। 'কেউ আত্মহত্যা করলে মুখ্যমন্ত্রীই দায়ী' । পাল্টা তৃণমূল সরকারকে সরানোর ডাক শুভেন্দু অধিকারীর। 'তৃণমূলের মহামিছিল থেকে 'দিল্লি চলো'-র ডাক দিলেন অভিষেক। 'ভারতীয় নয়, ওটা জেহাদিদের মিছিল,' কটাক্ষ বিরোধী দলনেতার। নজরে মতুয়া-ভোট, কাল থেকে অনশনে মমতা ঠাকুর। জেলার পর এবার খাস কলকাতায় CAA-ক্যাম্প বিজেপির। গ্রুপ-সি, গ্রুপ-ডির দাগিদের তালিকাতেও তৃণমূল-ঘনিষ্ঠদের নাম, শুরু চাপানউতোর।
বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে সরকার বদলানোর হুঁশিয়ারি মমতার, পাল্টা শুভেন্দু
এ যেন বঙ্গ রাজনীতির মেগা মঙ্গলবার! SIR ইস্যুতে রাজপথে শাসক থেকে বিরোধী। বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে সরকার বদলানোর হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা রাজ্য়ে সরকার পাল্টানোর স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী।






























