ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৫.২৫) পর্ব ১: সোপিয়ানে 'অপারেশন কেল্লার'। কাশ্মীরে জঙ্গলে সেনার গুলিতে নিকেশ ৩ লস্কর জঙ্গি।
GhantaKhanek Sange Suman: 'অপারেশন সিঁদুর'-এর মাঝখানেই এবার কাশ্মীরে সেনার 'অপারেশন কেল্লার'। সোপিয়ানের জঙ্গলে সেনার গুলিতে নিকেশ ৩ লস্কর জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে পহেলগাঁওয়ের হামলাকারী সংগঠন TRF-এর কমান্ডারও। 'ধ্বংস হয়েছে আদমপুর বায়ুসেনা ঘাঁটি', দাবি করেছিল পাক সেনা। আজ সেই বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়েই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। 'লক্ষ্মণরেখা টেনেছি, হামলা হলে আবার ঘরে ঢুকে মারব', বার্তা নরেন্দ্র মোদির। ফ্ল্যাট থেকে উদ্ধার দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের দেহ। রাতে ফ্ল্যাটে ছিলেন বান্ধবী ও সহকর্মী, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। 'থাকতে চেয়েছিল আমার সঙ্গে, চিকিৎসা চলছিল মানসিক অবসাদের', বললেন মা।
গতকালের পর আজও প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের দিকে চোখ তুলে তাকালে তার বিনাশ করা হবে। এই আবহে এবার কাশ্মীরের বুকে হয়ে গেল, 'অপারেশন কেল্লার।' সোপিয়ানে তিন লস্কর জঙ্গিকে নিকেশ করল সেনাবাহিনী। আর আজই বিদেশমন্ত্রকের তরফে জানানো হল, লস্করের শাখা সংগঠন TRF-কে যাতে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হয়, সেজন্য় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সওয়াল করা হয়েছে।






























