ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.৫.২৫) পর্ব ১: পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। ইসলামাবাদ-সহ পাক সেনার ১৩ ঠিকানায় আঘাত ভারতের
Ghanta Khanek Sange Suman: 'আঘাত হেনেছি লাহোর, ইসলামাবাদ-সহ পাকিস্তানি সেনার ১৩টা ঠিকানায়' । পাক বায়ুসেনা ঘাঁটি ধ্বংসের ছবি দেখিয়ে জানাল ভারতের সেনাবাহিনী । আজ রাত ৮টায় দেশের উদ্দেশে কী বার্তা প্রধানমন্ত্রীর? 'পাপের ঘড়া পূর্ণ হয়েছে পাকিস্তানের, জঙ্গিদের হয়ে ব্যাট পাক সেনার', বলল ভারত । 'অপারেশন সিঁদুর'-এ মৃত্যু হয়েছে একশোরও বেশি জঙ্গির । 'প্রত্যাঘাতে নিহত ৩৫-৪০ জন পাকিস্তানি সেনাও' । স্যাটেলাইট ইমেজ সামনে এনে পাক মিথ্যাচারের পর্দাফাঁস ভারতের । ভারত-পাক সংঘর্ষবিরতি, কেন দু'দেশের আগেই ঘোষণা ট্রাম্পের?
অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান। ফের একবার সাংবাদিক বৈঠক করে সামরিক অভিযান ও তার জেরে পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিল ভারতীয় সেনা-বায়ুসেনা ও নৌসেনা! ফের একবার বুঝিয়ে দিল ভারতের প্রকৃত লড়াই কার সঙ্গে! তিনবাহিনীর তরফে জানানো হয়েছে, এই অপারেশনে একশোরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। প্রত্য়াঘাতে মৃত্যু হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশজন পাক সেনার। জঙ্গি ঘাঁটির পাশাপাশি, আঘাত হানা হয়েছে পাক সেনার তেরোটি ঠিকানায়। যার মধ্য়ে রয়েছে কয়েকটা বায়ুসেনা ঘাঁটিও।
All Shows






























