Ghanta Khanek Sange Suman (১৬.০৫.২৪) পর্ব ১ : নন্দীগ্রামে CPM,শিশির শুভেন্দু মিলে গণহত্যা করেছেন:মমতা | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman:'সিপিএমের সঙ্গে মিলে নন্দীগ্রামে গণহত্যা করেছেন শিশির-শুভেন্দু', শুভেন্দুর খাসতালুকে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। 'আপনার মুখ আর মুখোশ সবাই জানে,' পাল্টা আক্রমণে শুভেন্দু। ১৭ বছর আগে আজকের দিনে শুভেন্দুকে নিয়ে কী বলেছিলেন মমতা? 'INDIA জোট দিয়ে আমরা সরকার তৈরি করব। বাইরে থেকে সাহায্যে'র কথা বলার ২৪ ঘণ্টার মধ্যেই বয়ান বদল তৃণমূলনেত্রীর। এবার সন্দেশখালিতে প্রতিবাদীকে অপহরণ করে গণধর্ষণের চেষ্টার অভিযোগ।পুলিশে অভিযোগ দায়ের, আদালতে গোপন জবানবন্দি নির্যাতিতার। বৃহস্পতিবার নন্দীগ্রামে গণহত্য়ার জন্য় সরাসরি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করলেন মুখ্য়মন্ত্রী। হলদিয়ার জনসভা থেকে তিনি বললেন, 'মনে পড়ে লড়াইগুলোর সময়? বাপ-বেটা কোথায় ছিলেন? পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনও চ্য়ালেঞ্জ করে বলছি, সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্য়ান্ডিং করে, আপনারা নন্দীগ্রামে এই গণহত্য়া ঘটিয়েছিলেন।' পাশাপাশি, দুহাজার একুশ সালে তাঁকে নন্দীগ্রামে প্রতারণা করে হারানো হয়েছিল বলে অভিযোগ করেছেন মুখ্য়মন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। নন্দীগ্রাম নিয়ে মুখ্য়মন্ত্রীর মন্তব্য়ের প্রেক্ষিতে শিশির অধিকারী বললেন, ''মিথ্য়ে বলার জন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নোবেল দেওয়া উচিত। নন্দীগ্রাম ওনাকে আগেই পুরস্কার দিয়ে দিয়েছে, এবারের ভোটেও আবার দেখতে পাবেন।'' সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীও