(Source: ECI/ABP News/ABP Majha)
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৮.০৮.২৪-পর্ব:১)- ফিরে দেখা বুদ্ধদেবের ৬ দশকের যাত্রাপথ | কেমন ছিল পাম অ্যাভিনিউয়ের অন্দরমহল?
প্রায় চার দশক ধরে বুদ্ধদেব ভট্টাচার্যর ঠিকানা ছিল, পাম অ্য়াভিনিউয়ের বাড়ি। এই বাড়ি দেখেছে মুখ্য়মন্ত্রীকে (Former CM Bhuddhadeb Bhattacharjee Death )। এই বাড়ি দেখেছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীকেও। তাঁর পছন্দ-ভালবাসা সব মিলিয়েই ছিল এই ছোট্ট দুনিয়া। বৃহস্পতিবার তাঁর প্রয়াণের পর আমরা গেছিলাম সেই ঘরে। কেমন ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর অন্দরমহল? চলুন দেখে নেওয়া যাক।
উত্তর কলকাতায় জন্ম, সেখানেই শৈশবকাল কেটেছে বুদ্ধদেব ভট্টাচার্যর। তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি এখন ঘোরাফেরা করছে শ্য়ামপুকুরের এই এলাকার মানুষের মুখে মুখে।
ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ, শ্য়ামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্য়ালয়ে পড়েছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সহপাঠীদের কাছে তিনি পরিচিত ছিলেন বাচচু নামে। মুখ্য়মন্ত্রী হওয়ার পরও এসেছেন এই স্কুলে। সেই সব দিনের স্মৃতিচারণা করেছেন স্কুলের শিক্ষকরা।