ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.১১.২০২৪) পর্ব ১: পুলিশকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই সাসপেন্ড ওসি।পুলিশের সংস্কার চাইলে মুখ্যমন্ত্রী আমায় ডাকুন:শুভেন্দু
ABP Ananda Live: ABP Ananda Live: পুলিশকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই সাসপেন্ড বারাবনি থানার ওসি । কে আসবে, কে যাবে -- সেই জল্পনায় তোলপাড় CID থেকে কলকাতা পুলিশ । প্রশাসনের পাশাপাশি ব্যবস্থা দলেও, লোহাপাচারের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ২ তৃণমূল নেতা । "পুলিশের সংস্কার চাইলে মুখ্যমন্ত্রী আমায় ডাকুন," ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর । "রাহুল গান্ধীর থেকে বড় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়" । "এখন বিজেপি ডাউন যাচ্ছে, ইস্যু ধরতে ব্যর্থ হচ্ছে দল" । তৃণমূলের কেউ নয়, বলছেন স্বয়ং বিজেপির দিলীপ ঘোষ! । রাত পোহালেই রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের ফল, রায়ঘোষণা মহারাষ্ট্র-ঝাড়খণ্ডেও।
: পুলিশের নিচুতলাকে পুলিশমন্ত্রীর কড়া বার্তার পরই সাসপেন্ড বারাবনি থানার OC। অপেশাদার মনোভাব ও কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড SI মনোরঞ্জন মণ্ডল। সাসপেন্ডেড অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। গতকালই টাকা নিয়ে কয়লা, বালিপাচারে সাহায্যের অভিযোগে পুলিশের একাংশকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।