GhantaKhanek Sange Suman (০২.০৬.২০২৫) পর্ব ২: মমতাকে নিশানা শাহর। 'মোদি শাহের সময়ই শেষ', পাল্টা কল্যাণ
Ghanta Khanek Sange Suman: ধুলোয় মিশেছে খাকি উর্দির সম্মান, তাও অনুব্রত-প্রশ্নে ৩ দিন হাত গুটিয়ে পুলিশ! গ্রেফতার দূর অস্ত, হল না জেরাটুকুও, রাজনৈতিক চাপের কাছেই আত্মসমর্পণ? দল থেকে সাসপেন্ড কেষ্ট-অনুগামী বিক্রমজিৎ, 'বড় নেতা'-কে খোলা ছুট! ক্ষমাতেই ক্ষান্ত নন সৌগত, বললেন, "ব্যবস্থা নিতে হবে শৃঙ্খলারক্ষা কমিটিকে"। "আপনিও ২৬-এ থাকবেন না, ভাইপোও মুখ্যমন্ত্রী হবে না"। রাজ্যে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত শাহের। "মোদি শাহের সময়ই শেষ হয়ে গেছে," পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
'আপনার পরে আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে, সেটা হবে না' , রবিবার রাজ্যে এসে এভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। একইসঙ্গে হিংসা-রিগিং ছাড়া ভোট হলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত বাজেয়াপ্ত করে নেওয়ার মতো হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। পাল্টা আক্রমণ শাণিয়েছে তৃণমূলও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে বলেছেন রিগিং মাস্টার। কখনও বলেছেন রিগিং মাস্টার জেনারেল। অমিত শাহ ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে কুণাল ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিই থাকবেন।
All Shows






























