Ghantakhanek Sange Suman পর্ব ২ (২৩.০৫.২৪): ‘মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতেই খুন’, অভিযোগ শুভেন্দুর
Ghantakhanek Sange Suman: মহিলা বিজেপি কর্মীকে নৃশংস খুন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বিজেপির SC মোর্চার সম্পাদক। দফায় দফায় অবরোধ-আগুন, ভোটের দু'দিন আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। ‘মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতেই খুন’, অভিযোগ শুভেন্দুর। ‘হত্যাকাণ্ডের পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব’, পাল্টা তৃণমূল। থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ‘এনামুলের ভাইয়ের কাছে ৫০লক্ষ টাকা নিয়েছেন দেব’, কাগজ দেখিয়ে অভিযোগ শুভেন্দুর। '৫০ হাজার ভোট বাড়বে,' ৫০ লক্ষের অভিযোগ নিয়ে বললেন দেব।
মহিলা বিজেপি কর্মীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন। তাঁর ছেলে, বিজেপির SC মোর্চার অঞ্চল সম্পাদকের অবস্থাও সঙ্কটজনক। ভোটের দু'দিন আগে এই খুন ঘিরে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। কী করে দায় এড়াবে নির্বাচন কমিশন আর রাজ্য প্রশাসন?
বিজেপি কর্মী খুনে অশান্ত নন্দীগ্রাম। গাছের গুঁড়ি ফেলে অবরোধ, পরপর দোকানে, বাড়িতে আগুন। পাল্টা অবরোধকারীদের ওপর লাঠিচার্জ পুলিশের। এলাকায় তৃণমূলের প্রতিনিধি দলকে 'গো ব্য়াক' স্লোগান। ফিরে এল সতেরো বছর আগের সেই অশান্তির স্মৃতি?