Ghantakhanek Sange Suman (১৮.১১.২৫) পর্ব ১ : একদিকে ড্রোন- অ্যাটাক, অন্যদিকে সুটকেস বোমা বিস্ফোরণের ছক! ফরিদাবাদে মিলল ১২টা সুটকেস
Ghanta Khanek Sange Suman: একদিকে ড্রোন- অ্যাটাক, অন্যদিকে সুটকেস বোমা বিস্ফোরণের ছক! ডাক্তারি-সন্ত্রাসের কারখানা ফরিদাবাদে মিলল ১২টা সুটকেস। ভারতকে রক্তাক্ত করতে জঙ্গিদের হাতিয়ার 'শয়তানের মা'! আত্মঘাতী বিস্ফোরণের আগে বিস্ফোরক ভিডিও জঙ্গি-ডাক্তারের। ফের পথে নতুন চাকরিপ্রার্থীরা, পথে নামলেন 'যোগ্য' শিক্ষকরাও। এতকিছুর পরেও SSC-র নতুন পরীক্ষা নিয়ে অভিযোগের বন্যা । ভুয়ো ভোটার ধরতে কমিশনের নতুন কৌশল, নেওয়া হবে 'AI'-এর সাহায্য। SIR-এর কাজ কোন পর্যায়ে? ম্যারাথন বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার।
আরও খবর...
৩০ লক্ষ টাকা-সহ শিলিগুড়িতে উত্তরপ্রদেশের বাসিন্দা গ্রেফতার। কলকাতায় জালে লখনউয়ের গ্যাংস্টার, শিলিগুড়িতে গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা। প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে স্কুটারে যাওয়ার সময় পুলিশের সন্দেহ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করতেই উদ্ধার প্রায় ৩০ লক্ষ টাকা! টাকা পাচারের কোনও চক্রের সঙ্গে যুক্ত মহম্মদ ওয়াসিম, সন্দেহ পুলিশের। কীভাবে, কার কাছে যাচ্ছিল এত টাকা? জানতে দফায় দফায় জেরা।
ঢাকা ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের নির্দেশের পরে হাসিনা-পুত্রের প্রথম প্রতিক্রিয়া। আমেরিকা থেকে এবিপি আনন্দে হাসিনা-পুত্রে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। বললেন, 'বাংলাদেশের মাটি ব্যবহার করেই ভারতে বিস্ফোরণ পাক-জঙ্গিদের। ইউনূস সরকারের জমানায় পাকিস্তানের অংশ হয়ে গেছে বাংলাদেশ।'
All Shows






























