GhantaKhanek Sange suman (২৯.০৪.২০২৫) পর্ব ১: পাক-যোগের পর্দাফাঁস, পহেলগাঁওয়ে হামলার পিছনে পাকিস্তানই | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: পাক-যোগের পর্দাফাঁস, পহেলগাঁওয়ে হামলার পিছনে পাকিস্তানই। পাক সেনার প্রাক্তন কমান্ডো মুসার নেতৃত্বেই পহেলগাঁওয়ে গণহত্যা। সেনার মুভমেন্ট জানতে ফোন! প্রকাশ্যে হামলার পর ISI এজেন্টদের অডিও টেপ। খুনিদের খোঁজে কাশ্মীরজুড়ে এই মুহূর্তে চলছে বড়সড় সেনা অপারেশন। স্বরাষ্ট্রমন্ত্রকে জরুরি বৈঠক, NSG, BSF, CRPF, SSB, অসম রাইফেলসের। তৈরি সেনা-বায়ুসেনা-নৌসেনাও, ফুটছে সীমান্ত, নিয়ন্ত্রণরেখায় তীব্র গুলির লড়াই। ওপরে জিপলাইন, নিচে গুলিতে লুটিয়ে পড়ছে রক্তাক্ত মানুষ। জিপলাইন অপারেটর-সহ ১৫০ স্থানীয়কে NIA-র জেরা। ফের হামলার আশঙ্কা? কাশ্মীরের ৪৮টা ট্যুরিস্ট স্পট বন্ধ করল প্রশাসন।
আরও খবর...
বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের । শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। পুলিশ সূত্রের খবর ১৩ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম আটকে আর ১ জন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে। প্রবল ধোঁয়ার জেরে দমবন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা, জানিয়েছেন নগরপাল।
মঙ্গলবার সন্ধে ৭.৩০ নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা, তার উপর হোটেলে আবাসিক ভর্তি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত।
ঢোকা-বেরনোর একটাই সিঁড়ি। তাই অনেকেই নিচে নামতে পারেননি। কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন। হোটেলে রাজ্যের ও ভিনরাজ্যের বাসিন্দারা থাকতেন। সম্ভবত অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিক মতো ব্যবহার করা যায়নি। সেই সঙ্গে ইমার্জেন্সি এগজিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেঁচে বের হতে পারেননি।
All Shows






























