ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৮.০৯.২৫)পর্ব ১: কলকাতা থেকে ঝাড়গ্রাম,কাকভোর থেকে একসঙ্গে ২২ জায়গায় ED-র রেড
Ghantakhanek Sange Suman : কলকাতা থেকে ঝাড়গ্রাম -- কাকভোর থেকেই একসঙ্গে ২২ জায়গায় ED-র রেড । মাইনিং সংস্থার ডিরেক্টর থেকে কর্মী, নজরে বহু, উদ্ধার লক্ষ-লক্ষ টাকা । মিস্ত্রি থেকে অট্টালিকার মালিক, ED-র স্ক্যানারে ঝাড়গ্রামের জাহিরুল । "বিরাট দুর্নীতি, টাকা গেছে তৃণমূলের ওপরমহলে," অভিযোগ শুভেন্দু অধিকারীর । "ভোট আসছে বলেই এজেন্সি এত তৎপর," পাল্টা তৃণমূল । বিক্ষোভে উত্তাল নেপাল, পুলিশের গুলিতে মৃত্যু অন্তত ১৮ জন ছাত্র-যুবর । সোশাল মিডিয়া ব্যানের প্রতিবাদে সংসদে হাজার-হাজার বিক্ষোভকারী, লাগানো হল আগুন । 'সোশাল মিডিয়া নয়, বন্ধ হোক দুর্নীতি,' কাঠমান্ডুর বাইরেও ছড়াচ্ছে বিদ্রোহ । নেপালের অশান্তিতে চূড়ান্ত সতর্কতা ভারতে, সীমান্তে আরও আঁটোসাঁটো নিরাপত্তা
বৈধ বালি খাদানের আড়ালে, বেআইনি কারবার। কাকভোর থেকে একসঙ্গে রাজ্য়ের বাইশটা জায়গায় রেড করল ইডি
এবার রাজ্যে বালি পাচারের তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য় পুলিশের করা FIR-এর ভিত্তিতে ECIR দায়ের করে, কলকাতা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খেজুরি, নদিয়া সহ মোট ২২ জায়গায় তল্লাশি অভিযান চালাল ED আধিকারিকরা। বেহালায় GD মাইনিং প্রাইভেট লিমিটেডের অফিস থেকে শুরু করে, রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এজেন্টের বাড়ি সহ GD মাইনিং-এর সল্টলেকের দফতরে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ED সূত্রে দাবি, বৈধ বালি খাদান থেকে বেআইনিভাবে বালি পাচার হয়েছে। এই প্রেক্ষাপটে চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে এবং SP-রা সব টাকা তোলার দায়িত্বে আছেন। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও।






























