Ghantakhanek Sange Suman(১০.০৯.২০২৫) পর্ব ২: অশান্তির মধ্যেই নেপালে নতুন সরকার গঠনের তোড়জোড়, নেতৃত্বে কে? ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman : খুন-আগুন-ভাঙচুর-লুঠ, সেনা নিয়ন্ত্রণ নেওয়ার পরেও নেপালে নৈরাজ্য । দিকে-দিকে ভাঙা হচ্ছে জেল, পালাল প্রায় দেড় হাজার বন্দি । বাংলাদেশের মতোই নেপালজুড়ে বেলাগাম তাণ্ডব, হোটেলে আগুন-শপিং মলে লুঠ! অশান্তির গ্রাউন্ড জিরো থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট। কেউ ফিরলেন প্রাণ হাতে, কেউ এখনও আটকে, আতঙ্কে বাঙালিরাও। থমথমে পানিট্যাঙ্কি সীমান্ত, কড়া পাহাড়ায় সীমা সুরক্ষা বল, গেলেন রাজ্যপাল। 'ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হতে পারে, সতর্ক থাকুন', বললেন মুখ্যমন্ত্রী । অশান্তির মধ্যেই নেপালে নতুন সরকার গঠনের তোড়জোড়, নেতৃত্বে কে?
আরও খবর...
অশান্ত নেপালে ফের বাড়ল কার্ফুর মেয়াদ। আজ সকাল ১০ থেকে শুক্রবার সকাল ৭ পর্যন্ত বাড়ানো হল কার্ফু। সকাল এবং রাতে ২ ঘণ্টা করে কার্ফু শিথিল করা হবে। নেপাল-হিংসায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু, আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আজই কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তার ঘোষণা? অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকির হাতে যেতে পারে দেশের দায়িত্ব
সুশীলা কারকিকে সমর্থন বালেন শাহর। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ৬ মাস, খবর সূত্রের। দায়িত্ব নিতে তিনি তৈরি, জানিয়ে দিয়েছেন সুশীলা কারকি। আজ জেন Z-র বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন সুশীলা কারকি।
All Shows






























