ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৪.১১.২৪) পর্ব ২: অভিষেকের হয়ে ব্যাট ধরলেন সৌগত | তৃণমূলের প্রচারে ৩ প্রধান কর্তা !
Ghantakhanek Sange Suman: "ফাঁসাচ্ছে সরকার, ভয় দেখাচ্ছে ডিপার্টমেন্ট"। চার্জ গঠনের দিনই নতুন দাবি খুন-ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়ের। আরজি করের মতো দুর্নীতি ছড়িয়ে SSKM-সহ বাকি সরকারি হাসপাতালেও? জল্পনা উস্কে বিস্ফোরক দাবি দুর্নীতিতে ধৃত সংস্থার কর্তার। শতবর্ষের বঙ্গ ফুটবলে বেনজির ঘটনা। এবার তৃণমূল প্রার্থীর সমর্থনে নজিরবিহীন প্রচার ময়দানের ৩ প্রধানের কর্তারা। "মমতার পক্ষে একা এই লোড নেওয়া সম্ভব নয়, অভিষেক দলের দায়িত্বে এলে কর্মীরা অনুপ্রাণিত হবে"। অভিষেকের হয়ে সরাসরি ব্যাট ধরলেন সৌগত রায়।
আর জি করকাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করতে গিয়ে, দলেরই একাংশের সমালোচনা করলেন সৌগত রায়। প্রতিবাদী মানুষের রাস্তায় নামা প্রসঙ্গে তৃণমূল সাংসদ বললেন, কারও স্বাস্থ্য়, কারও আবার তোলাবাজি নিয়ে অভিযোগ ছিল, অভয়াকাণ্ডে সেগুলোই একসঙ্গে ফুটে উঠেছে। দলের একাংশের সমালোচনা করে সৌগত রায়ের মন্তব্য়, এতদিন ক্ষমতায় থেকে আমাদের লোকরা পৌরসভা ও পঞ্চায়েতের দায়িত্বে ঢুকে গেছে, কারণ 'অ্যাবসোলিউট পাওয়ার, কোরাপ্ট অ্যাবসোলিউটলি'। আন্দোলন যখন থাকে না, তখন কমিটমেন্ট কমে যায়। কারণ বই পড়িয়ে কিম্বা ক্লাস করিয়ে, তৃণমূল দল তৈরি করে না। আর কমিটমেন্ট না থাকার জন্য়ই, তখন লোকে পোস্ট কিম্বা পজিশন পেতে উদ্য়োগী হয়।