ঘণ্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ২, ২৫.৪.২৫):মৃত্য়ু প্য়ারা কমান্ডো ঝণ্টু আলি শেখের,জোরালো হচ্ছে বদলার দাবি
Ghantakhanek Sange Suman: দেশজুড়ে জোরালো হচ্ছে বদলার দাবি। কল্পনাতীত সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরইমধ্য়ে, রাজস্থানের মরুভূমিতে মহড়া করল ভারতীয় সেনা। থর মরুভূমির বুকে একের পর এক সেনা ট্য়াঙ্ক। ক্রমাগত গোলাবর্ষণ। আকাশে পাক খাচ্ছে হেলিকপ্টার। নেমে আসছে প্য়ারা কমান্ডো। সপ্তশক্তির গর্জনে যেন কেঁপে উঠবে পাকিস্তান। এরইমধ্য়ে শুক্রবার কাশ্মীরে পৌঁছন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। কথা বলেন সেনা ও পুলিশ অফিসারদের সঙ্গে। বৈঠক করেন ডিজিপি ও জম্মু-কাশ্মীরের লেফটেন্য়ান্ট গর্ভনরের সঙ্গে। পহেলগাঁও হামলার ৭২ ঘণ্টার মধ্য়ে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। বান্দিপোরায় সেনা অভিযানে খতম লস্কর জঙ্গি আলতাফ লাল্লি। পহেলগাঁওয়ে হামলার পর উপত্য়কাজুড়ে জঙ্গি নিকেশ অভিযানে মৃত্য়ু হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর প্য়ারা কমান্ডো ঝণ্টু আলি শেখের। তার ২৪ ঘণ্টার মধ্য়ে বান্দিপোরায় লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডারকে গুলি করে মারল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই সেনা জওয়ানও। হেলগাঁও হামলার ৭২ ঘণ্টার মধ্য়ে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। বান্দিপোরায় সেনা অভিযানে খতম লস্কর জঙ্গি আলতাফ লাল্লি। পহেলগাঁওয়ে হামলার পর উপত্য়কাজুড়ে জঙ্গি নিকেশ অভিযানে মৃত্য়ু হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর প্য়ারা কমান্ডো ঝণ্টু আলি শেখের। তার ২৪ ঘণ্টার মধ্য়ে বান্দিপোরায় লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডারকে গুলি করে মারল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই সেনা জওয়ানও।
All Shows






























