GhantaKhanek Sange Suman (০৭.১০.২৫) পর্ব ২:খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলা নিয়ে সম্মুখসমরে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী
Ghanta Khanek Sange Suman: বিপদে মানুষ, সমানতালে চলছে হামলা সংস্কৃতিও! ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ফের আক্রান্ত আরেক বিজেপি বিধায়ক। খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলা নিয়ে সম্মুখসমরে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী । NIA দাবি শমীকের, শুভেন্দু চাইলেন CBI, রাজ্যের রিপোর্ট তলব লোকসভার স্পিকারের। ICU-তে খগেনকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, ২৪ ঘণ্টা পরেও গ্রেফতার শূন্য! দুর্যোগের পূর্বাভাস ছিল আগেই, ৪৮ ঘণ্টা আগে জারি রেড অ্যালার্ট। তারপরেও কেন এড়ানো গেল না বিপর্যয়? উঠছে প্রশ্ন। মানুষের অসহায়তার সুযোগে ফায়দা লুটছে বিমান সংস্থা। বাগডোগরা-কলকাতার ভাড়া বাড়ল ৩ গুণ, কেন চুপ কেন্দ্র?
আরও খবর...
হিমাচল প্রদেশে ধস, মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৫ জনের দেহ উদ্ধার । হিমাচলের ঝন্ডুনা বিধানসভা এলাকার বিলাসপুর জেলায় মর্মান্তিক দুর্ঘটনা । দুর্ঘটনার সময় ওই বাসের ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন
পাহাড়ের একটা বড় অংশ বাসের উপর ভেঙে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । ধসের তলায় আরও কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা । উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন
ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর । আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে






























