GhantaKhanek Sange Suman (৩০.০৫.২০২৫) পর্ব ২: মেট্রো-স্টেশন থেকে বাসস্ট্যান্ড, খুঁজে খুঁজে ধরপাকড় পুলিশের
Ghanta Khanek Sange Suman: দু'বছর জেল খেটেও কেষ্ট আছেন কেষ্টতেই। এবার থানার IC-কে ফোন করে অকথ্য গালিগালাজ অনুব্রতর, ভাইরাল অডিওয় তোলপাড়। থানায় তলব শনিবার, 'গ্রেফতার কখন?' প্রশ্ন বিরোধীদের। দলের নির্দেশে দায়সারা ক্ষমা চেয়েই সাতখুন মাফ? নিয়োগ-বিজ্ঞপ্তি SSC-র, আরও বাড়ল চাকরিহারাদের আন্দোলনের ঝাঁঝ। মেট্রো-স্টেশন থেকে বাসস্ট্যান্ড, খুঁজে খুঁজে ধরপাকড় পুলিশের। মিছিল রুখতে মরিয়া পুলিশ, ফের রক্ত ঝরল আন্দোলনকারীদের। 'শিক্ষাগত যোগ্যতায় কমল ২৫ নম্বর, মেধাবীদের পিছনে ঠেলার ছক?', প্রশ্ন নানা মহলে।
আরও খবর...
বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকিকাণ্ডে আজ অনুব্রত মণ্ডলকে তলব বোলপুরের এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ । সকাল ১১টায় হাজিরার কথা ছিল, ডেডলাইন পেরোলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত । অনুব্রতর বদলে এসডিপিও অফিসে গেলেন কেষ্টর ৫ আইনজীবী । কেষ্টর আইনজীবীরা এসডিপিও অফিস ঘুরে যাওয়ার পর বৈঠকে পুলিশ আধিকারিকরা । সৌজন্য-সাক্ষাৎ, প্রতিক্রিয়া অনুব্রতর আইনজীবীদের । দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট ৪টি ধারায় মামলা কেষ্টর বিরুদ্ধে । কেষ্টর বিরুদ্ধে পুলিশের FIR, অফিসে গিয়ে হাজিরার নোটিস । কদর্যভাষায় বোলপুর থানার IC-কে হুমকি, ক্ষমা চেয়েই সাতখুন মাফ? গতকাল থেকে কেষ্টকে গ্রেফতারের দাবি তুলছেন বিরোধীরা । অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনও কড়া পদক্ষেপ নেবে পুলিশ?
All Shows






























